চট্টগ্রামে পাহাড় ধসে তিনজনের মৃত্যু; কয়েকজন চাপা পড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৮, ২০২৩, ১২:৪৬ এএম

চট্টগ্রামে পাহাড় ধসে তিনজনের মৃত্যু; কয়েকজন চাপা পড়ার আশঙ্কা

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। চাপা পড়েছেন আরও কয়েকজন। পাহাড়ের পাদদেশ কাটার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক বলেন, একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

নিহত এক শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম জানান, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর খোকা (৪৫) নামের ওই শ্রমিককে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন।

Link copied!