চলতি মাসেই ভাঙা হবে ডিএনসিসির ৫টি মার্কেটের পরিত্যক্ত ৮টি ভবন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৩, ০৪:৫০ পিএম

চলতি মাসেই ভাঙা হবে ডিএনসিসির ৫টি মার্কেটের পরিত্যক্ত ৮টি ভবন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে চলতি মাসেই ভেঙে ফেলা হবে ডিএনসিসি কাঁচা মার্কেট, কারওয়ান বাজারসহ সংস্থাটির নিয়ন্ত্রণাধীন পাঁচটি মার্কেটের পরিত্যক্ত আটটি ভবন। এদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এর বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিকরা।

ডিএনসিসি কাঁচাবাজার এলাকায় ঢুকলে মনে হয় শতবছরের কোনো প্রাচীন জায়গা। শ্যাওলাপড়া, গাছ-শিকড়যুক্ত দেওয়াল, খসে পড়া পলেস্তারা। এর মধ্যেই চলছে ব্যবসা। বছরের পর বছর ধরে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন ব্যবসায়ীরা।

এমন কি কারওয়ান বাজারের অবস্থাও এতটাই জরাজীর্ণ। এই বাজারের চারটি নড়বড়ে ভবনে জীবনের ঝুঁকি নিয়েই বেচাকেনা চলছে। 

বঙ্গবাজার ও নিউমার্কেটের অগ্নিকাণ্ড থেকে সচেতন হয়ে ডিএনসিসি কাঁচাবাজার, কারওয়ান বাজারসহ নিজেদের নিয়ন্ত্রণাধীন পাঁচটি মার্কেটের আটটি ভবন ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এক মাসের মধ্যেই এসব ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা সংস্থাটির বলে জানান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পরিকল্পনা আছে, পুরাতন ভবন ভেঙে নতুন করে তা তৈরি করা। যারা ব্যবসায়ী আছেন এখানে, যারা বৈধ ব্যবসায়ী, যাদের বরাদ্দ আছে তাদের আমরা বরাদ্দ দেব।

তবে ভবন নির্মাণের ক্ষেত্রে নগর কর্তৃপক্ষকে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও জনবান্ধব নীতি অবলম্বনের পরামর্শ দিয়ে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে ব্যবসায়িক মানসিকতা পরিহার করে জননিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, প্রয়োজনে প্রতিযোগিতামূলকভাবে হলেও একদম আদর্শ সব ধরনের সুবিধাসহ কমপ্লেক্স তৈরি করা, যেখানে আলো-বাতাসের সব ধরনের সুবিধা থাকবে এবং ক্রেতা-বিক্রতার স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩টি মার্কেটের মধ্যে ২০টিকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮টি ভবনের অবস্থা অতি নাজুক।

Link copied!