ছাগল চুরির অপবাদে কুমিল্লায় একজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২২, ০৩:১০ এএম

ছাগল চুরির অপবাদে কুমিল্লায় একজনকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে ছাগল চুরির সন্দেহে অনিল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনিল চন্দ্র দাস কালিহাতী উপজেলার আগচারান গ্রামের রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের একটি ছাগল চুরি হয়। মঙ্গলবার দুপুরে শাহিনুরের ছেলে রাফি লাঠি হাতে কয়েকজন সহযোগী নিয়ে দক্ষিণ নাজিরপাড়া এলাকার ব্যবসায়ী আলম মিয়াকে ছাগল চুরির অপবাদ দিয়ে হুমকি দেয়। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা চলে আসে। পথে আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ফালু মিয়ার বাড়ির পাশে মসজিদের সামনে অনিল চন্দ্র দাসকে ছাগল চুরির অপবাদ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় রাফি ও তার সহযোগীরা তাকে লাঠি দিয়ে মাথার মধ্যে আঘাত করে। এ সময় অনিল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোড়াই এলাকার রংধনু নামের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান বলেন, “গোড়াই দক্ষিণ নাজিরপাড়া গ্রামের শাহিনুরের ছেলে রাফি ও তার কয়েকজন সহযোগী অনিল চন্দ্র দাসকে ছাগল চুরির অপবাদ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে লোকমুখে জানতে পেরেছি। পুলিশ রাফিসহ তার সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে।”

Link copied!