ছাত্র নেতা-কর্মীদের লাঠিপেটার পর তাদের বিরুদ্ধেই পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২২, ০৫:৫৫ এএম

ছাত্র নেতা-কর্মীদের লাঠিপেটার পর তাদের বিরুদ্ধেই পুলিশের মামলা

সরকার হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দেওয়ায় তার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বাম ছাত্র নেতা-কর্মীদের বিক্ষোভে লাঠিপেটার পর তাদের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ।

গতকাল রবিবার ওই ঘটনায় পরের দিন সোমবার শাহবাগ থানায় ববাদী হয়ে মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা।  মামলায় পুলিশের ওপর হামলা, দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।”

মামলা সূত্রে জানা যায়, এজহারে ছাত্র ইউনিয়নের একাংশের সহ-সভাপতি অনিক রায়কে ১ নম্বর আসামি করা হয়েছে। ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দীন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তৌফিকা প্রিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের সদস্য শান্তা ও ছাত্র ফেডারেশনের জুবা মনিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা ‘বিনা অনুমতিতে বেআইনিভাবে’ শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করার নামে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের রাস্তার যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করে। কিন্তু তারা হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেলসহ ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীদের হামলায় দুজন পুলিশ আহত হয়েছে হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তারা হলেন রমনা অঞ্চলের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান ও সহকারী কমিশনার (প্যাট্রল) বাহা উদ্দীন ভূঞা।

এদিকে, পুলিশি হামলায় ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে সোমবার দুপুরে বাম ছাত্র সংগঠনগুলো মিছিল বের করে। দুপুরে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড় হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

এসময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল বলেন, “রবিবার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জনাই। এই ঘটনার প্রতিবাদে শিগগিরই আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ ৮ টি বাম ছাত্র সংগঠন অংশ নেয়।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে উঠিয়ে দেয়। তখন বাম ছাত্র নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

Link copied!