জাতিসংঘের সাস্টেইনবল ট্রান্সপোর্ট কনফারেন্সে নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২১, ০৭:২৫ পিএম

জাতিসংঘের সাস্টেইনবল ট্রান্সপোর্ট কনফারেন্সে নৌপ্রতিমন্ত্রী

সেকেন্ড ইউনাইটেড নেশনস গ্লোবাল সাস্টেইনেবল ট্রান্সপোর্ট কনফারেন্সে বিশ্ব নেতাদের সাথে ভার্চুয়ালি যোগ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে হওয়া এই কনফারেন্সে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন নৌপ্রতিমন্ত্রী।

চীনের রাজধানী বেইজিংয়ে ১৪-১৬ অক্টোবর তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাতিসংঘের মহাসচিব এন্তোনিয় গুতারেস, তুর্কমিনিস্তান, পানামা ও ইথিওপিয়ার প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১০০টি সরকার ও রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি অংশ নেয়।

চীন এ কনফারেন্সের ফোকাল পয়েন্ট হিসেবে যাবতীয় কার্যক্রম করছে।

Link copied!