জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, শিঘ্রই প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৮:৫০ পিএম

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, শিঘ্রই প্রজ্ঞাপন জারি

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। খুব শিঘ্রই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “জয় বাংলা’কে  জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।” 

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলাপ হয়। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেওয়া সরকারের চলমান বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি পর থাকছে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামী ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

Link copied!