জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে পায়রা বন্দর: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২২, ০২:৪৫ এএম

জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে পায়রা বন্দর: নৌ প্রতিমন্ত্রী

দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালির পায়রা বন্দর দেশের অর্থনীতির জন্য নতুন বার্তা নিয়ে আসবে বলে জানিয়েছেন  নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই বন্দর জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে বলেও তিনি জানান।

বুধবার বিকেলে পটুয়াখালী পায়রা বন্দর পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নৌ প্রতিমন্ত্রী বলেন, “পায়রা বন্দর দেশের গভীরতম তৃতীয় সমুদ্র বন্দর। এটা নিয়ে সরকারের বড় স্বপ্ন আছে। বন্দর কেন্দ্রিক অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

সরকার দেশের সব স্থানে সমন্বিত উন্নয়ন করছে মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধরী বলেন, “সব উন্নয়ন প্রকল্প দেশ ও জাতির কল্যাণ বয়ে আনছে। ছোট থেকে বড় সব প্রকল্প অর্থনীতিতে ভূমিকা রাখছে।”

নৌ প্রতিমন্ত্রীর পায়রা বন্দর পরিদর্শনের সময় অন্যদের মধ্যে পটুয়াখালী-৪ আসনের এমপি মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি পায়রা বন্দরের মূল টার্মিনাল-১ এর উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!