জুলাইয়ে ঢাকা-১৪ সহ ৪ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২১, ০৮:২৮ পিএম

জুলাইয়ে ঢাকা-১৪ সহ ৪ আসনে উপনির্বাচন

আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে আটকে থাকা লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৪ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘করোনার বর্তমান ভয়ানক পরিস্থিতি অব্যাহত থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মধ্য জুরাইয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে।’ ঠিক কোন তারিখে নির্বাচন হবে সেটি আগামী ২ জুনের কমিশন সভায় নির্ধারণ হবে বলেও তিনি  জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৮০ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। কমিশনের ওই সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ইসি সচিব।

গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়। কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় ওই আসনের কাজী শহিদুল ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। গত ১১ এপ্রিল এই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত করা হয় ওই নির্বাচন। এখন আগামী ২১ জুলাইয়ের মধ্যে ওই আসনে নির্বাচন করতে হবে।

অপরদিকে, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও ৪ এপ্রিল ঢাকা-১৪ এর সংসদ সদস্য আসলামুল হক মারা যাওযায় ওই দুই আসন শূন্য ঘোষণা করা হয়।

আর গত ১৪ এপ্রিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়।

 

 

Link copied!