এককভাবে সার্চ কমিটিতে নাম দিচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ১০:৩৩ পিএম

এককভাবে সার্চ কমিটিতে নাম দিচ্ছে আওয়ামী লীগ

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে জোটগতভাবে নয়, এককভাবে পাঠাবে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্দিষ্ট সময়ের মধ্যেই সার্চ কমিটিতে নামের তালিকা পাঠানো হবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নো হামেলিয়ার্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আজ নাম পাঠানো হবে। যে সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যেই আমরা পাঠাবো। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার প্রমুখ।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ভুলভ্রান্তি অতীতে থাকতে পারে। আমাদের দুর্বলতা থাকতে পারে। আগামী নির্বাচন সুন্দর করার জন্য যে নির্বাচন কমিশনই আসুক তাদের আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, জোটগতভাবে  নয় এককভাবে নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের সদস্যরা তাদের মতো করে নাম দেবে। নাম দেওয়ার বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আমরা নাম দিয়েছি (প্রধানমন্ত্রীর কাছে), আমি বলতে পারি, যাদের মনে করেছি দেশে বিভিন্ন দায়িত্বে ছিল, জাতীয় পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা আছে, নিজ নিজ পেশায় ও চাকরিতে শীর্ষ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তাদের নাম আমরা দিয়েছি। 

Link copied!