ইভিএমে ‘সমস্যা’ পেলেও সহসাই হাল ছাড়ছেন না সাক্কু

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২২, ০৬:০৮ পিএম

ইভিএমে ‘সমস্যা’ পেলেও সহসাই হাল ছাড়ছেন না সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা আছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু। বুধবার সকালে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিতে এসে তিনি এই অভিযোগ করেন।

ভোট প্রদান শেষে মনিরুল হক সাক্কু বলেন, “ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুই দেখছি। তবে মেশিনগুলো ডিস্টার্ব করছে। মেশিনে টিপ দিলে (প্রতীকের) ছবি উঠছে না। প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানিয়েছি।”

তিনি বলেন, “বৃষ্টি হচ্ছে; আবহাওয়া অনুকূল না থাকায় মানুষ কেন্দ্রে আসতে পারছে না। তবে ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হব; জনগণের রায় যা হবে মেনে নেব।”

এদিকে নগরজুড়ে বাড়তি পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা রয়েছে।

দ্রুত ভোটগ্রহণ সম্পন্ন হলে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের চেয়ে দিগুণ ভোট পেয়ে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাক্কু।

শেষ পর্যন্ত ভোটে থাকবেন কি না, এমন প্রশ্নে সাক্কু বলেন, “গতকালই বলেছিম যুদ্ধ থেকে ফিরে যাওয়া যায় না। ফলাফল যাই হোক, জয়-পরাজয় যাই হোক, রেজাল্ট নিয়েই ঘরে ফিরবো।”

Link copied!