ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরি ফরিদপুর

নিজস্ব প্রতিবেদক

মে ৩, ২০২২, ০৩:৫৫ এএম

ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরি ফরিদপুর

শিমুলিয়া-জাজিরা নৌপথে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফরিদপুর নামে একটি ফেরি। এতে একটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সোমবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঝড়ের কবলে পড়ে মাঝ পদ্মায় চরে আটকা যায় ফেরিটি। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিরঘাট যাওয়ার সময় পদ্মা সেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকের একটি চরে আটকা পরে ফেরিটি। পরে ৩ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার হওয়া ফেরিটি শরীয়তপুরের মাঝিরঘাটে নিয়ে আসা হয়।

ফেরির মাস্টার শৈশব দে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ফেরির র‍্যাম্প ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'শিমুলিয়া থেকে ছেড়ে আসার ৩০ মিনিট পর ঝড়ের কবলে পড়ি। ঝড়ের ঘূর্ণি বাতাসে ফেরিটির নিয়ন্ত্রণ রাখতে কষ্ট হচ্ছিল । এ সময় নদীতে থাকা একটি বালু বোঝাই বাল্কহেড ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নদীতে নির্মাণাধীন বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। খুঁটির ধাক্কায় ফেরির সামনের অংশে থাকা র‍্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত র‍্যাম্পের আঘাতে একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরিটি পাশে একটি চরে নোঙর করে রাখি। নদীর অংশে পানির গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ আনা হলেও নাব্য সংকটে উদ্ধারকারী জাহাজ ফেরির কাছে পৌঁছতে পারেনি। সকাল ৬টার দিকে জোয়ারের কারণে নদীর পানি বেড়ে গেলে ফেরিটি চালিয়ে মাঝিরঘাটে নিয়ে আসি।'

 

Link copied!