ট্রেনে ঈদযাত্রা: কয়েক মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৩, ০৬:৫৫ পিএম

ট্রেনে ঈদযাত্রা: কয়েক মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট

ঈদ উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার প্রথম দিন দেওয়া হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট। তবে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের অগ্রিম টিকিট। বিশেষ করে, রংপুর পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা এবং উত্তরবঙ্গগামী চলাচলকারী কোনো ট্রেনেরই টিকিট নেই বলে জানাচ্ছেন ভ্রমণযাত্রীরা। 

শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ফলে কোনো কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না।

জানা যায়, ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ায় কমলাপুরে টিকিট প্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। বেশিরভাগ মানুষই অনলাইনে টিকিট দেওয়া সম্পর্কে জানে। তবে হাতে গোনা কিছু মানুষ আছেন, যারা অনলাইনে টিকিট দেওয়ার বিষয়টি জানেন না। ফলে তাঁরা কমলাপুর স্টেশনে এসে ঘুরে গেছেন।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ট্রেনের টিকিট এবারই প্রথমবার সব অনলাইনে দেওয়া হয়েছে। যেটি সফলভাবে কার্যকর হয়েছে প্রথম দিনেই। সাধারণ মানুষের টিকিট কাটা নিয়ে ভোগান্তি একেবারেই নেই। টিকিটের জন্য স্টেশনে রাতভর অপেক্ষা করতে হয়নি যাত্রীদের। মানুষ স্বাচ্ছন্দে অনলাইনে টিকিট কাটতে পেরেছেন। অনলাইনে টিকিট কাটতেও জটিলতা ছিল না। তবে যেসব ট্রেনের টিকিটের চাহিদা বেশি সেগুলো নিমেষেই শেষ হয়ে গেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা বেশি থাকায় কয়েক মিনিটের মধ্যেই কিছু কিছু ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও সিলেটের ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

রেল সূত্র জানায়, ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। শুক্রবার প্রথম দুই ঘণ্টায় ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। প্রতি মিনিটে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে।

আজ শুক্রবার ৭ এপ্রিল দেওয়া হলো ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট, ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল বিক্রি করা হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকিট এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

Link copied!