ঢাকায় বসে সমালোচনা না করে গ্রামে ঘুরে আসুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২২, ০৭:১৯ পিএম

ঢাকায় বসে সমালোচনা না করে গ্রামে ঘুরে আসুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ঢাকা বসে অনেকে সমালোচনা করেন তাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশেটা আপনারা একটু ঘুরে দেখবেন। পরিবর্তনটা কোথায় এসেছে, কতোটুকু এসেছে, সেটা বোধহয় সকলে একটু গ্রাম পর্যায়ে যোগাযোগ করলেই জানতে পারবে। শুধু রাজধানীতে বসে সমালোচনা না করে গ্রামে ঘুরে আসুন।”

সোমবার এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলন-২০২২’ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

উন্মুক্ত গণমাধ্যম থাকায় সবাই কথা বলতে পারছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এখন সবাই কথা বলতে পারেন, টকশো করতে পারেন। অবশ্য আমি জানি যে অনেক কথা বলার পরে বলবে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। কিন্তু যখন টকশোতে কথা বলেন কেউ তো আপনাদের মুখ চেপে ধরেনি বা গলা চেপেও ধরেনি। সবাই যার যার ইচ্ছে মতো বলতে পারেন।”

তিনি বলেন, “সবাইকে আমি বলব, আগে বাংলাদেশটা ঘুরে আসেন গ্রামপর্যায়ে যান সেখানে মানুষ কী অবস্থায় আছে একটু দেখে এসে তারপর কথা বললে আপনারা হয়তো জানতে পারবেন।”

সরকার প্রধান বলেন, “অনেকেই হয়তো এখন সমালোচনা করে এটা করা হচ্ছে কেন? বা পরমাণু বিদ্যুৎ কেন করা হলো? এত টাকা খরচ হয়েছে। খরচের দিকটা সবাই শুধু দেখে। কিন্তু এই খরচের মধ্য দিয়ে কী লাভবান হবে এবং আমাদের অর্থনীতিতে কতটা অবদান রাখবে। আমাদের উন্নয়ন গতিশীল হবে। মানুষের জীবন পরিবর্তন হবে। সেটা বোধ হয় তারা বিবেচনা করেন না। এটা হচ্ছে খুব দুঃখজনক।”

Link copied!