তারা নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২২, ০৮:৪৫ পিএম

তারা নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত

সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্যারিসভিত্তিক সংগঠন-রিপোর্টার্স উইদাউট বর্ডারস ফ্রন্টিয়ার্স (আরএসএফ)-এর প্রতিবেদনে বাংলাদেশের অবস্থানের অবনমনকে ‘আপত্তিকর’ ও ‘বিদ্বেষপ্রসূত’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মা দিবস’ উপলক্ষে গরবিনী মা সন্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, “মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পেছনে দিয়ে আরএসএফ (রিপোর্টার্স উইদাউট বর্ডারস ফ্রন্টিয়ার্স )নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।  

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আরএসএফ সংবাদ মাধ্যমের যে সূচক প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের ১০ ধাপ অবনমন ঘটেছে। সূচকে ১৮০টি দেশের মধ্যে ৩৬ দশমিক ৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান এবার ১৬২তম। বিশ্বজুড়ে কাজ করা প্যারিসভিত্তিক স্বাধীন এই সংগঠনটির ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম, স্কোর ছিল ৫০ দশমিক ২৯। তার আগের বছর অবস্থান ছিল ১৫১তম।

ওই সংগঠনের তথ্য-উপাত্ত সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলে হাছান মাহমুদ বলেন, ‘‘যারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে বিদেশে অপপ্রচার চালাচ্ছে, সেই সমস্ত সূত্র থেকে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করে। নিজেরাও বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসূত হয়ে যে রিপোর্ট দেয় সেটির কোনো মূল্য নেই “

তথ্যমন্ত্রী আরও বলেন, “তারা আগে থেকেই যেহেতু বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসূত সেজন্যই এ কাজটি করেছে। আমরা এটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’’

সম্প্রতি রেলমন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “কথিত’ আত্মীয়দের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের না চেনার তথ্য সঠিক।  তবে মন্ত্রীর স্ত্রীর কথায় বরখাস্ত সমীচীন নয়।“

আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক নিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক বলেন, “আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন করতে।”

Link copied!