তিস্তা নিয়ে কোন আপস হবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৩:৫৭ এএম

তিস্তা নিয়ে কোন আপস হবে না: মমতা

আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটের মাঠে এবার তিস্তা পানিবণ্টন চুক্তির উপর ভর করে উত্তরবঙ্গের মানুষের মন জয় করার কৌশল নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা চললেও বিষয়টি নিয়ে সমস্যা মেটাতে পারেনি কেউই। মূলত তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের কেন্দ্র ও রাজ্য দু'পক্ষের মধ্যে চরম তিক্ততা দেখা দিয়েছে বহুবার।

তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে তিস্তা নিয়ে ফের কঠোর অবস্থানের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার (৭ মার্চ) দুপুরে কলকাতায় ব্রিগেড ময়দানে মোদি যখন মমতার সরকারের নানা দিকের কঠোর সমালোচনায় ব্যস্ত ঠিক তখনই উত্তরবঙ্গের শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা সাফ জানিয়ে দিলেন, তিস্তা নিয়ে কোনও আপস হবে না। বাংলা ও উত্তরবঙ্গের মানুষের হিস্যা তিস্তা।

মমতা বলেন, ‘হঠাৎ করে বলা হলো তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই রাজ্যকে জিজ্ঞাসা করলো না। আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভাল। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানায়, সালাম জানায়। একটা রাজ্য সরকার আছে। তুমি হঠাৎ গিয়ে বলে আসছো রাজ্যটাকে বিক্রি করে দেবে! অত সস্তা নয় ভাই।’

‘তিস্তা উত্তরবঙ্গের হিস্যা। বাংলার হিস্যা। এটা মোদির মনে রাখতে হবে। আমি তো বলিনি জল দেব না। কিন্তু আমি তো খাব, তারপর দেব। আমার ঘরে থাকলে তারপর তো দেব।’

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্তবর্ষের অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে, সেই সময় তিস্তার চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে।

Link copied!