তুরস্কে উদ্ধার অভিযান শেষে ফিরে এল ৬১ জনের বাংলাদেশী দল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৪:৫২ এএম

তুরস্কে উদ্ধার অভিযান শেষে ফিরে এল ৬১ জনের বাংলাদেশী দল

তুরস্কে প্রলয়ংকরী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য পাঠানো ৬১ সদস্যের উদ্ধারকারী দলটি অভিযান পরিচালনা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছে। প্রাথমিকভাবে বাংলাদেশের উদ্ধারকারী দলটি তুরস্ক থেকে ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও পরে তুরস্ক সরকার উদ্ধার অভিযান আরও দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করে। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উদ্ধারকারী দলটি বাংলাদেশ সরকারের নির্দেশনায় আরও ৫ দিন বেশি অবস্থান করে এবং তুরস্কের ভূমিকম্পে দুর্গত মানুষদের সহায়তায় নিয়োজিত থেকে দেশে ফিরে আসে।

বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী দলটি তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক হতাহত মানুষকে উদ্ধার করে। একই সাথে সশস্ত্র বাহিনীর মেডিকেল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধও দেয়। এ ছাড়া ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে তাবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করে। উদ্ধারকারী দল ও মেডিক্যাল দলের কার্যক্রম এবং সফলতা তুরস্কসহ সারাবিশ্বে প্রশংসিত হয়।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সকালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের পক্ষ থেকে গত ৮ ফেব্রুয়ারি ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য ৬১ সদস্যের (সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ১ জন মিডিয়া সদস্য সমন্বিত) একটি সম্মিলিত সাহায্যকারী দল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ত্রাণ, ওষুধ, তাবু, শীতবস্ত্র, কম্বল এবং উদ্ধার সরঞ্জামাদিসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে তুরস্কে যায়।

এছাড়া, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ভূমিকম্প দূর্গত মানুষের সাহায্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

Link copied!