দুর্নীতি দমনের দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২১, ২০২২, ০২:১৪ এএম

দুর্নীতি দমনের দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত: ফখরুল

দুর্নীতি দমনের জন্য গঠিত দুর্নীতি দমন কমিশন(দুদক) নিজেই পুরোপুরি দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা অনেকগুলো দুর্নীতির মামলা দেখেছেন তাকে সরিয়ে দেয়া হয়েছে।”

আওয়ামী লীগ এ দেশের মানুষের স্বপ্ন ভেঙেচুরে শেষ করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের যে আলাদা সত্তা, আলাদা পরিচিতি সেটা ধ্বংস করে ফেলেছে। দুর্ভাগ্য, বায়ান্ন-র ৭০ বছর পরও আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড় করাতে পারিনি।”

এই সরকার আসার পর থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, “ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, ন্যূনতম কর্মসংস্থানের অধিকার ধ্বংস করে ফেলেছে৷ পুরো দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করা হয়েছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

Link copied!