দেশে এল আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২১, ০৫:৩৯ পিএম

দেশে এল আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেনের আরও ২০০ মেট্রিক টন দেশে এসে  পৌঁছেছে। এটি ভারত থেকে আসা তরল অক্সিজেনের ৮ম চালান। এনিয়ে দেশে  মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসে পৌঁছালো।

ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেনের অষ্টম চালান ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আবারও ১০টি কনটেইনারে আনা হয় ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। 

রবিবার (১৫ আগস্ট) সকাল সাতটার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানোর পর খালাস কার্যক্রম শুরু হয়। পরে ওইসব তরল অক্সিজেন রাজিধানী ঢাকায় নেওয়া হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অষ্টম দফায় করোনা মোকাবিলায় ভারত থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন রবিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

এর আগে তরল অক্সিজেনবাহী ট্রেনটি শনিবার (১৪ জুলাই) বেনাপোল পৌঁছায়। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে।

একই রুটে এর আগে ২০০ মেট্রিক টন করে তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসের সাতটি চালান বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। পরে  সেখান  থেকে রাজধানীতে নিয়ে যাওয়া  হয় ওই অক্সিজেন।

Link copied!