দেশে জঙ্গিবাদ সংকুচিত হয়ে গেছে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৩, ০৯:১১ পিএম

দেশে জঙ্গিবাদ সংকুচিত হয়ে গেছে: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটি মর্যাদার জায়গায় গেছে। বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই। তারা সংকুচিত হয়ে গেছে। যখন মুক্তিযোদ্ধারা সজাগ থাকে তখন অন্যরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখতে হবে।

রবিবার (২৩ জুলাই) রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব‌ কথা বলেন তিনি। 

নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, যে জাতি ইতিহাস ভুলে যায়; সে জাতি এগিয়ে যেতে পারে না। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস ঘুরিয়ে দেয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত ধারার লোকজন ক্ষমতা কুক্ষিগত করেছিল। মুক্তিযোদ্ধাদের পরিবর্তে রাজাকার আল শামসরা দেশ চালিয়েছে। বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশ থেমে থাকেনি।

দেশে সংবিধানের বাহিরে কোনো কিছু করার সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে দিনবদলের সনদ বাস্তবায়নের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দিন বদলের সনদের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। উন্নয়নের মাধ্যমে ব্যবধান গুচিয়ে দিয়েছেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা একসময় বিশ্বকে নেতৃত্ব দিবে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উপদেষ্টা প্রফেসর ডক্টর মো. সাইদুর রহমান খান, ভারপ্রাপ্ত উপ উপাচার্য আনন্দ কুমার ভৌমিক, ট্রাস্টি বোর্ডের মহাসচিব এ কে এম কামরুজ্জামান, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ এবং চিফ আর্কিটেক্ট পেট্রিক ডি রোজারিও।

Link copied!