দেড় যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে সিলেট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২২, ০৯:২৭ পিএম

দেড় যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে সিলেট

সিলেটের গোয়াইনঘাট এলাকায় উজানের ঢল ও ভারি বৃষ্টিতে সৃস্ট বন্যার কারণে স্রোতে ভেসে গেছে ঘর, আসবাবপত্র, গবাদিপশু। পানির সঙ্গে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটের ১৩টি উপজেলার ৮৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যায় আক্রান্তদের সহায়তার ৩২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট থাকার অভিযোগ করেছেন আশ্রয়গ্রহণকারীরা। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও গ্রামের ষাটোর্ধ্ব রমজান আলী বলেছেন, এর আগে ২০০৪ সালে তাদের এলাকায় এমন বন্যা হয়েছিল। হঠাৎ আসা পাহাড়ি ঢলে বেশি বন্যা কবলিত হয়েছে সীমান্তবর্তী উপজেলাগুলো। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাটের বাসিন্দারা দুর্বিষহ দিন পার করছেন। সড়কে বন্যার পানি ‍উঠে পড়ায় মানুষের যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে।

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিলয় পাশা জানান, এ পর্যন্ত সিলেট জেলায় সুরমা-কুশিয়ারা নদীর ৩৪টি বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 

Link copied!