ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগের আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ০৯:১২ পিএম

ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগের আহ্বান

চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিয়ে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হওয়ার সংকল্প নিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২৪ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে তাই তিনি গ্রহণ করেছেন যুগান্তকারী সব পদক্ষেপ।  বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্যঘাটতির মধ্যেও দেশের কৃষকের মুখে হাসি ধরে রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। 

'দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদি না থাকে' প্রধানমন্ত্রীর এই কথা উল্লেখ করে ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, খনার বচন বলে-'উঠান ভরা লাউ শসা, খনা বলে লক্ষ্মীর দশা' আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খনার ন্যায় দেশবাসীকে প্রতিটি বাড়িকে একটি করে খামার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদী না থাকে, পতিত জমিতে যেন ফসল উৎপাদন ও গবাদি পশুপালন করা হয় সে নির্দেশ প্রদান করেছেন। শুধু নির্দেশ প্রদানই নয়, তার বাসভবন গণভবনকে তিনি একটি আদর্শ কৃষি খামারে পরিণত করেছেন, পিতৃভূমি গোপালগঞ্জে পারিবারিক জমি দান করেছেন সমন্বিত কৃষি ব্যবস্থায় কাজে লাগাতে। 

বিগত কয়েক বছর ধরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এছাড়াও করোনা মহামারিসহ দেশের বিভিন্ন দুর্যোগে-সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে  সংগঠনটি।

Link copied!