৭ দিন কমার পর স্বর্ণের দাম বাড়ল ১,০৫০ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ৪, ২০২৪, ০১:০৫ পিএম

৭ দিন কমার পর স্বর্ণের দাম বাড়ল ১,০৫০ টাকা

প্রতীকী ছবি

সাতদিন দাম কমার পর এবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা। আগামীকাল থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

শনিবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: স্বর্ণের দাম কমছেই

গত ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯, ২৫ এপ্রিল ৬৩০, ২৭ এপ্রিল ৬৩০, ২৮ এপ্রিল ৩১৫ ও ২৯ এপ্রিল ভরিতে ১ হাজার ১৫৫ টাকা কমানো হয়।

Link copied!