উপজেলা নির্বাচনকে ফাঁদ হিসেবে উল্লেখ করে দ্ব্যর্থহীন ভাষায় নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৪ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি বলেন, “এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মির্জা আব্বাস বলেন, “জনগণ ভোট দিতে পারে না এমন নির্বাচন প্রয়োজন নেই।”
সরিষাবাড়ি, কক্সবাজার ও বরিশালে আওয়ামী লীগের নিজ প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতাকে কুকুরের কামড়াকামড়ি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনের কথা না বলে আওয়ামী লীগের উচিত একনায়কতন্ত্র ঘোষণা করা।”
বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, “গ্রেপ্তার হয়ে যারা মামলার আসামি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে। তবে গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো সম্ভব নয়, বরং জনরোষের মুখে এই সরকারের পতন ঘটবে।”
মানববন্ধনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের “কোন রাজনৈতিক নেতা জেলে নেই”- এমন বক্তব্যের জবাবে তিনি প্রশ্ন তোলেন, “ওয়ান-ইলেভেনের সময় জেলে গিয়েও আপনি কীভাবে মন্ত্রী হলেন?”
আইনের মারপ্যাঁচে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, “হায়নার হাত থেকে দেশকে মুক্ত করতে কেউ না কেউ আসবে।”