যুদ্ধবিরতিতে সম্মত হামাস, ঘোষণা যেকোনো সময়

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৪, ০৫:০০ পিএম

যুদ্ধবিরতিতে সম্মত হামাস, ঘোষণা যেকোনো সময়

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

এ খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস ও সৌদি সংবাদমাধ্যম আশফাক। শনিবার (৪ মে) সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ কার্যকরে হামাস নেতারা সম্মতি দিয়েছেন। একই সঙ্গে উভয়পক্ষই জিম্মি চুক্তির দ্বারপ্রান্তে এবং আগামী কয়েকঘণ্টার ব্যবধানে এ-সংশ্লিষ্ট ঘোষণা আসতে বলেও জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক নেতা বলেন, গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে সম্মতি দিয়েছেন তারা। যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধু নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের মুক্তি দেওয়া হবে। পরবর্তীতে আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে। বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেওয়া হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর খবরে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জিম্মি ও যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।

পাশাপাশি ইসরায়েলের আরেকটি সংবাদমাধ্যম কান নিউজে বলা হয়েছে, আরব সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কোনো কিছু জানেন না ইসরায়েলের প্রশাসনিক কর্মকর্তারা।

Link copied!