গাছের ধুলো পরিষ্কার ও তাপমাত্রা কমানোর উদ্যোগ নিল উত্তর সিটি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২২, ১২:৫২ এএম

গাছের ধুলো পরিষ্কার ও তাপমাত্রা কমানোর উদ্যোগ নিল উত্তর সিটি

ধুলায় ধুসরিত শহর ঢাকা। নগরীর বিভিন্ন স্থানে বেড়েছে ধুলার পরিমাণ। এর সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও। বিভিন্ন জায়গায় ধুলার জন্য ঠিকমতো তাকানোও দুষ্কর। আর শ্বাস নেওয়া আরও ভয়ংকর। গাছের সবুজ পাতাতেও ধুলার স্তর। মেট্রোরেল ও রাস্তা সংস্কারের কাজ চলছে।

এর মধ্যেই সড়কের পাশে বিক্রি হচ্ছে নানা রকম ইফতার খাবার। মানুষ ধুলাবালিমাখা এই খাবারই খাচ্ছে।

সড়ক বিভাজকের গাছে জমা ধুলো পরিষ্কার ও বাতাসের তাপমাত্রা কমানোর জন্য উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ফগার বাউজার মেশিন দিয়ে পানি স্প্রে করা হয়েছে।

এর ফলে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি গাছের পাতাও পরিষ্কার হচ্ছে অনেকটা।

Link copied!