নববধূকে জোর করে দেখার দাবি বখাটেদের, রাজি না হওয়ায় বরের ভাইকে পিটিয়ে হত্যা

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সেপ্টেম্বর ২, ২০২২, ০৩:১৩ এএম

নববধূকে জোর করে দেখার দাবি বখাটেদের, রাজি না হওয়ায় বরের ভাইকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে নতুন বউ দেখাকে কেন্দ্র করে বখাটেরা ওই বরের বাড়িতে হামলা চালিয়েছে। এতে বখাটেদের হামলায় বরের চাচাতো ভাই মোবারক হোসেন (৩৫) নিহত হয়েছেন। মোবারকের ভাই একাব্বর হোসেনও ওই হামলায় গুরুতর আহত হয়েছেন। মোবারক গোপালপুর পৌরসভার মধুপুর ভট্ট এলাকার হোসেন আলীর ছেলে। তিনি আহত অবস্থায় চিকিসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা গেছেন।

এর আগে গত শুক্রবার গোপালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধুপুর ভট্ট এলাকায় নতুন বউ দেখাকে কেন্দ্র করে বখাটেরা ওই বাড়িতে চড়াও হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধুপুর ভট্ট এলাকার হাসান আলীর ছেলে সুজন গত বৃহস্পতিবার বিয়ে করে বাড়িতে নতুন বউ আনেন। মেহেদী পরা সেই নতুন বউকে প্রথম দেখার বায়না ধরেন ওই এলাকার মনির, সজীব ও নয়নসহ ৮-৯ জন বখাটে। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই বাড়িতে হামলা চালায়।

গ্রামের মাতব্বর আনসার আলীর ভাষ্য, বখাটেরা নতুন বউ দেখতে না পেয়ে ক্ষুব্দ হয়ে ওই হামলা করে। এ ছাড়া গত শুক্রবার বর সুজনের চাচাতো ভাই একাব্বর হোসেনকে বাড়ির পাশে একা পেয়ে তাঁকেও মারপিট শুরু করে। এতে সুজনের বড় ভাই মোবারক হোসেন একাব্বরকে সাহায্য করতে এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা করে। এতে তাঁরা দুজনই গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু মোবারকের অবস্থা গুরুত্বর হওয়ায় পরে তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী মনিরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!