নারায়ণগঞ্জে আগুনে পুড়ে কয়লা ৫২টি প্রাণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২১, ০৯:০০ পিএম

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে কয়লা ৫২টি প্রাণ

হঠাৎ করে লাগা আগুনে তালা বদ্ধ ছিল কারখানায় বিকল্প এক্সিট ডোর। সিঁড়ির রাস্তায় লাগা আগুনের কারণে বের হওয়া যায়নি কারখানা ছেড়ে। অবহেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় পুড়ে কয়লা হতে হল ৫২ জনকে যার অধিকাংশই শিশু। ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ৪৯ জনের মৃত দেহ। এখনও পঞ্চম ও ষষ্ঠ তলায় জ্বলছে আগুন। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। ভোরে এখানের আগুন প্রায় নিয়ন্ত্রণে বলে জানায় ফায়ার সার্ভিস। কিন্তু সকাল ৯টার দিকে থেকে আবারও আগুনের তীব্রতা বাড়তে থাকে। ভবনে থাকা ক্যামিকেলের কারণে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রায় ১৯ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অগ্নিকাণ্ডের কারণে ভবনটি ধসের ঝুঁকিতে রয়েছে। ভবনটির আশপাশ থেকে সকলকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

Link copied!