নিউইয়র্কের পথে যাত্রা বিরতিতে ফিনল্যান্ডে নেমেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০২:৪৫ এএম

নিউইয়র্কের পথে যাত্রা বিরতিতে ফিনল্যান্ডে নেমেছেন প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে যাত্রা বিরতিতে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৩৭ মিনিটে একটি চার্টার্ড করা ভিভিআইপি ফ্লাইটে হেলসিংকির ভান্তা বিমানবন্দরে অবতরণ করেন।

হেলসিংকিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রী ফিনল্যান্ডে দুদিনের যাত্রা বিরতি নেবেন।

মহামারির মধ্যে এটি তার দ্বিতীয় সফর। প্রায় ১৯ মাস আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী ইতালি সফরে গিয়েছিলেন।  

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, থাকবেন তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং আব্দুস সোবহান গোলাপ এমপির যাওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ আরও কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘের অধিবেশন শেষে ২৫ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে। সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ভার্চুয়ালে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, আগামী ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া এবং নিউইয়র্কে প্রবাসীরা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেক কাটা ছাড়াও শেখ হাসিনার বিশ্বনেতা হয়ে উঠার আলোকে একটি সমাবেশ হবে নিউইয়র্কে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

Link copied!