নিখোঁজের ২ দিন পর পুলিশ কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৩, ১০:১৬ পিএম

নিখোঁজের ২ দিন পর পুলিশ কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার

সংগৃহীত ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকা থেকে  ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

নিহত ওই কিশোরের নাম আরশ আহমেদ (১৫)। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জাহেদুল হোসেনের ছেলে আরশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, শনিবার সকালে আরশের মরদেহ পানিতে ভেসে ওঠে। এর আগে জাফলং পরিদর্শনে এসে নিখোঁজ হয়।”

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জাফংলয়ের জিরোপয়েন্ট এলাকায় শনিবার সকালে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে ট্যুরিস্ট পুলিশের একটি দল ওই মরদেহ উদ্ধার করে। পরে তারা মরদেহটি নিখোঁজ আরশের বলে শনাক্ত করে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বাবা-মা ও ছোটভাইয়ের সাথে গত বৃহস্পতিবার আরশ আহমেদ ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসে। বিকালের দিকে বাবার সাথে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন মিলে বাবা ও ছেলেকে উদ্ধার করতে যান। এসমময় বাবাকে উদ্ধার করতে পারলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়। 

Link copied!