নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২৩, ১০:৫৮ পিএম

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর থানা শাখা বিএনপির সম্মেলনে বিএনপি মহাসচিব এ আহবান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ কারণেই আমরা বার বার বলছি, সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গায়ের জোরে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না।”

জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার অবস্থান নিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিটব বলেন, “তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে না, জনগণের সব আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। এই সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেওয়া যায় না।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমাদের কথা খুব স্পষ্ট, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষ নির্বাচন করার শক্তি নেই। সুতরাং এই কমিশনকে পরিবর্তন করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।”

 

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

Link copied!