সিইসির সাথে বৈঠক শেষে যা বললেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৩, ০৬:৫৪ পিএম

সিইসির সাথে বৈঠক শেষে যা বললেন পিটার হাস

সংগৃহীত ছবি

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে এ কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এছাড়াও দেশটি অক্টোবরে প্রাক্-নির্বাচন পর্যালোচনা টিম পাঠাতে চায় বলে জানান তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তিনি।

পিটার হাস বলেন, তিনি সিইসিকে জানিয়েছেন, অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র প্রাক্‌–নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে। এই প্রাক্‌–নির্বাচন পর্যবেক্ষক দলে থাকবেন নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতির বিষয়ে অভিজ্ঞ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা।

চলতি বছর ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় নির্বাচন। শুরু থেকে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বছরের ৮ জুন সিইসির সাথে এক সাক্ষাতে পিটার হাস বলেছিলেন, তারা এমন একটি নির্বাচন চান, যার মাধ্যমে বাংলাদেশিরা স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে। একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনসহ সমগ্র বাংলাদেশির কাজ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে গত ২৫ মে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই নীতির অধীনে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে দেশটি। 

Link copied!