নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি-পুলিশের পাল্টাপাল্টি অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২১, ১০:৩৪ পিএম

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি-পুলিশের পাল্টাপাল্টি অভিযোগ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ মিছিলে নামা বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও টিয়ার সেলে প্রায় আধ ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ চলাকালে নয়াপল্টন, ফকিরাপুল, পুরানা পল্টন, কাকরাইল মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। নেতা-কর্মীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে এ সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়।অন্যদিকে, বিএনপির নেতাকর্মী ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ অস্বীকার করে উল্টো পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ সকাল থেকেই নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে বাধা দিচ্ছিল। তারা মিছিল চলাকালীন লাঠিচার্জ শুরু করে। মিছিল চলাকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশ শেষে চলে যাওয়ার সময় পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ শুরু করে ও টিয়ার সেল ছোড়ে। তিনি আরও বলেন, ‘আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবই।’

এদিকে, বিএনপির নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপে নিজেদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য কামরুল হাসান বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা আহত হয়েছেন। মিছিল থেকে হঠাৎ করেই তারা উত্তেজিত হয়ে পড়ে। আমরা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।কতজন গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা বলা যাচ্ছে না।’

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে আমরা ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করেছি। তবে তাদের যাচাই-বাছাই চলছে। প্রকৃতি দোষীদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে মামলা হবে বলেও  তিনি জানান।

মতিঝিল বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ তাদের প্রতিহত করে, ছত্রভঙ্গ করে দেয়। লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।’

তিনি জানান, মিছিলে অংশগ্রহণকারীদের ইটপাটকেলের আঘাতে অন্তত ছয়জন পুলিশ আহত হয়েছেন। মিছিল ও আশপাশ থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ডিসি আহাদ।

এর আগে, সকাল থেকেই দলটির নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নয়াপল্টন এলাকা, নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইল পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

Link copied!