পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে ইসি বদ্ধপরিকর: সিইসি

নিজস্ব প্রতিবেদক

মে ২৯, ২০২৩, ০২:২৫ এএম

পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে ইসি বদ্ধপরিকর: সিইসি

পক্ষপাতিত্বহীন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন(ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য বলেও তিনি জানান।

রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে, পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে তার কমিশন বদ্ধপরিকর।”

এ সময় নির্বাচনের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন কিনা তা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলে জানান সিইসি।

আসছে ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়। রবিবার বিকেলে নগরের সার্কিট হাউস সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এসময় সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে নানা দিক নির্দেশনা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “উৎসব মুখর ভোটের পরিবেশ করতে নিরলস কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য।”

Link copied!