পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের নোটিশ পাঠানো আইনজীবীকে ‘হত্যার হুমকি’

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২২, ০৫:১২ এএম

পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের নোটিশ পাঠানো আইনজীবীকে ‘হত্যার হুমকি’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য আইনি নোটিশ পাঠানো আইনজীবী মো. এরশাদ হোসেনকে (রাশেদ) ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

‘হত্যার হুমকি’ পাওয়ার পর ওই আইনজীবী মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইরশাদ হোসেন রাশেদ আজ (মঙ্গলবার) শাহবাগ থানায় একটি জিডি করেছেন। সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাহবাগ থানায় করা জিডিতে আইনজীবী উল্লেখ করেন, ‘আজ এই জিডিতে এরশাদ হোসেন লিখেছেন, ‘আমি গত ২১ আগস্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার বিষয়ে একটি আইনি নোটিশ প্রদান করি। এই বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হয়। তার পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন ফোন নম্বর থেকে আমার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে গালিগালাজ ও ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’

জিডিতে এরশাদ হোসেন আরও  উল্লেখ করেন, ‘সর্বশেষ আজ (২৩ আগস্ট) সকাল ১০টা ১৬ মিনিটে সোহরাওয়ার্দী ভবনে নিজের চেম্বারে অবস্থানকালে একটি নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়, “সমস্যার সমাধান করবি কি না? আমি কিন্তু ডাইরেক্ট গুলি করে মাইরা ফালাই।” পরচিয় জানতে চাইলে তিনি উত্তরে বলেন, “গুলি করে মাইরা ফালাই, এটাই আমার পরিচয়।” তারপর একাধিক নম্বর থেকে আরও কয়েকটি ফোন এল সেগুলো আর ধরেননি। তবে কিছুক্ষণ পর আরও একটি নম্বর থেকে ফোন দিয়ে ওই ব্যক্তিই কোর্টের সামনে গুলি করে হত্যার হুমকি দেয়।’

আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ গণমাধ্যমকে বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি নাম-পরিচয় জানতে পারিনি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে উকিল নোটিশ পাঠিয়েছি বলেই এই হত্যার হুমকি এসেছে।’

Link copied!