পরীমণিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২১, ০৮:৪৭ পিএম

পরীমণিকে  আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে

অভিনেত্রী পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় এবং ঘটনার রাতে বোটক্লাবে কি হয়েছিল তা যাচাই বাছাই করতে পরীমণিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সেন্টারে ব্রিফিংয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এসব তথ্য জানান। মদ চেয়ে না পাওয়ায় অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনায় পরীমণির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পরীমণির বিরুদ্ধে কমিউনিটি ক্লাবের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা জেনেছি ৮ জুন গভীর রাতে পরীমণি ওই ক্লাবে গিয়েছেন। ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীতে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটা নিয়ে কাজ করব।’

ক্লাবে মদ চেয়ে না পেয়ে তর্কাতর্কি ও বাগবিতণ্ডার ঘটনায় পরীমণির বিরুদ্ধে ১৬ জুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাজধানী গুলশান-১ এর অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ।  গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বুধবার (১৬ জুন) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আবু ত্ব-হা’কে উদ্ধারে কাজ করছে ডিবি

এদিকে,  ব্রিফিংয়ে জানানো হয়,  ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ এ বিষয়ে  ব্রিফিংয়ে বলেন, , ত্ব-হা’র সঙ্গে আরো তিনজন নিখোঁজের খবর শুনেছি। এ বিষয়ে রংপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।

রংপুর থেকে রাজধানীতে ফেরার পথে গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

Link copied!