ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের ছয় জঙ্গি সংগঠন

ডেস্ক রিপোর্ট

অক্টোবর ১৪, ২০২১, ১২:৫৪ এএম

ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের ছয় জঙ্গি সংগঠন

বাংলাদেশের এক ব্যক্তি এবং ছয়টি সংগঠনকে কালো তালিকার অন্তর্ভূক্ত করেছে ফেসবুক। সম্প্রতি সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ‘বিপজ্জনক ব্যক্তি ও সংগঠনের (ডিআইও)’ কালো তালিকায় এসব নাম পাওয়া গেছে।  

ফেসবুকে কালো তালিকাভুক্ত ছয়টি সংগঠন হলো, আল মুরসালাত মিডিয়া এবং ইসলামিক স্টেট বাংলাদেশ, হরকাতুল-জিহাদ-ই ইসলামী-বাংলাদেশ এবং আনসারুল্লাহ বাংলা, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ এবং সাহাম-আল-হিন্দ মিডিয়া। আর ফেসবুকের কালো তালিকায় থাকা ব্যক্তি হলেন জেএমবির সঙ্গে যুক্ত তরিকুল ইসলাম।  

'বিপজ্জনক' চার হাজার ব্যক্তি ও সংগঠনের তালিকা প্রকাশ করেছে ফেসবুক। এর মধ্যে, দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েকশ মিউজিক ভিডিও, রাজনীতিক এবং মৃত ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম রয়েছে।

বেশ কয়েক বছর ধরেই সহিংসতা ছড়ানোর অভিযোগে ফেসবুক বহু ব্যক্তি ও সংগঠন নিয়ে পোস্ট করায় ব্যবহারকারীদের বাধা দিয়ে আসছে।

তবে, আইনি বিশেষজ্ঞ ও নাগরিক অধিকার রক্ষায় সচেষ্ট অ্যাক্টিভিস্টদের ক্রমাগত চাপে ফেসবুক এই অবস্থান থেকে সরে এসেছে। পরিবর্তে, বিপজ্জনক তালিকাভুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোকে সর্বসম্মুখে চিহ্নিত করার উদ্যোগ নেয় ফেসবুক।

ফেসবুকের চিহ্নিত 'বিপজ্জনক' ব্যক্তি বা সংগঠন সম্পর্কে ব্যবহারকারীরা মত প্রকাশ করলে সাধারণত তাদের পোস্ট ডিলিট করে দেওয়া হয় বা ফেসবুক আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ডিআইও তালিকা প্রকাশের মধ্য দিয়ে ফেসবুক মত প্রকাশে বাধাদান থেকে সরে এসে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে।

Link copied!