বঙ্গবাজারের চার মার্কেটেই আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট, কাজ করছে সেনা,নৌ ও বিমান সেনারা

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৩, ০৪:১২ পিএম

বঙ্গবাজারের চার মার্কেটেই আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট, কাজ করছে সেনা,নৌ ও বিমান সেনারা

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার বিপরীত পাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মার্কেটগুলো হচ্ছে-বঙ্গবাজার, আদর্শ মহানগর মার্কেট, ইসলামিয়া মার্কেট ও হোমিও মার্কেট।

মঙ্গলবার সকাল ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ, সেনা ও বিমান বাহিনীর যৌথ বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।  

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেন।

আরও পড়তে পারেন: ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, এক ফায়ার ফাইটার আহত

ওইসময় তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরই দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। পরে আশপাশের এবং নারায়ণগঞ্জ থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট যোগ দেয়। সব মিলে ৪৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তবে সময় বাড়ার  সাথে সাথে আগুন আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে রাজধানীর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর  থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও বেশ কয়েকড়টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।  এনিয়ে মোট অর্ধশত ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে,বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর  সাহায্যকারী দল কাজ করছে।  বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসে। আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করে নিচ্ছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অন্যদিকে পার্শ্ববর্তী ইসলামিয়া মার্কেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বিপরীতে থাকা দোকানের মালিক ও কর্মচারীদের তাদের দোকানে থাকা মালামাল বের করে রাখতে দেখা গেছে।

ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলায় আগুনের সূত্রপাত। মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। কেবলমাত্র ঈদের জন্য কেনাকাটা করতে লোকজন মার্কেটে আসতে শুরু করেছে। এমন সময় এই আগুন লাগায় আমাদের বড় ধরণের ক্ষতি হয়ে গেল।

 

প্রত্যক্ষদর্শী ও মার্কেটের দোকানদাররা জানিয়েছেন, বঙ্গবাজার, আদর্শ মহানগর মার্কেট, ইসলামিয়া মার্কেট ও হোমিও মার্কেটের পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

Link copied!