বাংলাদেশের কাছে সেন্টমার্টিন চায় মার্কিন যুক্তরাষ্ট্র: সংসদে মেনন

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৩, ০৪:৪২ এএম

বাংলাদেশের কাছে সেন্টমার্টিন চায় মার্কিন যুক্তরাষ্ট্র: সংসদে মেনন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ‘রেজিম চেঞ্জ’র কৌশলের অংশ মন্তব্য করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন বলেছেন, তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে (কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ) বাংলাদেশকে চায়।” বর্তমান সরকারকে হটানোর জন্য তারা সবকিছু করছে বলেও তিনি দাবি করেন।

বুধবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রাশেদ খান মেনন এ দাবি করেন। এসময় জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। 

রাশেদ খান মেনন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই। বেশ কিছ ‍সময় আগে বাংলাদেশকে বাগে রাখতে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। এখন নির্বাচনকে উপলক্ষ করে ভিসানীতি ঘোষণা করেছে।এটা কেবল দুরভিসন্ধিমূলকই নয়, তাদের ‘রেজিম চেঞ্জের’কৌশলের অংশ। তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়।”

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে নিতে তারা বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তীব্র খাদ্যসংকটের সময় বঙ্গবন্ধুর সরকারকে বিব্রত করতে মধ্যসমুদ্র থেকে গমের জাহাজ ফিরিয়ে নিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার পেছনে তাদের কালোহাত ছিল। এখন আবার বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সবকিছু করছে।”

মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসানীতি ইস্যুতে সরকারের অবস্থানকে সমর্থন জানিয়ে দেশের এই প্রবীণ বামপন্থী নেতা বলেন, প্রধানমন্ত্রীর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন করে আমি বলতে চাই, বাইডেন সাহেব ট্রাম্পকে সামলান। আমাদের ঘর আমরা সামলাবো। নির্বাচন হবে, শেখ হাসিনার সরকারকে রেখেই নির্বাচন হবে।”

এসময় রাশেদ খান আরও বলেন, “বিএনপির উচিত হবে নির্বাচনে অংশ নেওয়া। তারেক রহমান নির্বাচন না করে ২০২৯ সালের জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু বিএনপি এরই মধ্যে অস্তিত্বহীন হয়ে পড়বে। তার সেই স্বপ্নও পূরণ হবে না। বাংলাদেশ এগিয়ে চলছে,এগিয়ে যাবে।”

Link copied!