বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২২, ১০:১৪ পিএম

বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন ঢাকায় আসছেন আজ

ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন। আজ রবিবার চারদিনের সফরে আসছেন তিনি।

সফরে রাশাদ হোসাইন বাংলাদেশ সরকারের মন্ত্রী-সচিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় এসে প্রথমে রাশাদ হোসাইন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পরে আবার ঢাকায় ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে নিয়োগ পান ভারতীয় বংশোদ্ভূত রাশাদ হোসাইন। তিনি বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মার্কিন নীতি প্রণয়নে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম যিনি গুরুত্বপূর্ণ ওই পদে আসীন।

Link copied!