বান্দরবানে জঙ্গিদের সাথে র‌্যাবের গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৪:০৪ পিএম

বান্দরবানে জঙ্গিদের সাথে র‌্যাবের গোলাগুলি

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় জঙ্গি ও পাহাড়ি সশস্ত্র সংগঠনের সাথে মঙ্গলবার ভোর থেকে গোলাগুলি চলার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ-সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার ভোরবেলা থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সাথে র‍্যাবের গুলিবিনিময় চলছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সম্পৃক্ততার খবর গত অক্টোবরে জানিয়েছিল র‌্যাব। এরপর থেকে ধারাবাহিকভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে এই এলিট বাহিনী।

Link copied!