আওয়ামী লীগের শান্তি সমাবেশ বায়তুল মোকাররমের গেটেই

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ০৬:৫৫ পিএম

আওয়ামী লীগের শান্তি সমাবেশ বায়তুল মোকাররমের গেটেই

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ কে এম আফজালুর রহমান বলেন, “আমরা আজ আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ দেখেতে গিয়েছিলাম। এসে দেখলাম যে, মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।”

তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, সে জন্য আগারগাঁওয়ে সমাবেশ করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। এখানে যেহেতু মাঠ প্রস্তুত নেই সেহেতু আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।”

আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছিল। তবে ডিএমপি ওই আবেদনে সাড়া দেয়নি। পরে তিন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ি রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সেখান থেকে সরে এসে বৃহস্পতিবার জানিয়ে দিলো-বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।  

এর আগে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ  শান্তি সমাবেশ করতে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কাছে আবেদন করলে গতকাল বুধবার অনুমতি না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সামাবেশ করতে পরামর্শ দেয় ডিএমপি।  

এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করার অনুমতি চাইলে ঢাকা বিশ্ববিদালয় প্রশাসন অনুমতি দেয়নি।

এবিষয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের খেলা রয়েছে, ক্লাস পরীক্ষাও চলছে। খেলার মাঠের পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। জনসমাগম ও জনদূর্ভোগ এড়াতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।”

এমন পরিস্থিতিতে রাজধানীর আগারগাঁও পুরনো বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতিম সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তবে  সমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার(২৮ জুলাই) নির্ধারণ করা হয়।

তবে বৃহস্পতিবার(২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান  আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেয় শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সহযোগি সংগঠন শান্তি সমাবেশ করবে।  

এদিকে, রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ করবে  বিএনপি ও সমমনা বেশ কয়েকটি  রাজনৈতিক দল। বিএনপি ও আওয়ামী লীগের তিন সহযোগিসহ একই দিনে অনেকগুলো রাজনৈতিক দলের সমাবেশ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের করা হয়েছে। সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্যের পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বেশ কয়েকটি টিম নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

Link copied!