বিএনপি ও এরশাদ সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য কিছু করেননি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০৫:১২ এএম

বিএনপি ও এরশাদ সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য কিছু করেননি: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের জন্য বিএনপি ও এরশাদ সরকার কিছু করেননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, “পঁচাত্তর সালের পর জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার ক্ষমতায় ছিল, সাংবাদিকদের কল্যাণের জন্য তাঁরা কিছু করেননি, কোনো ট্রাস্ট করেননি।”

শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ও তাঁদের পরিবারের জন্য সহায়তা এবং করোনায় বিশেষ সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা এখন সাংবাদিকদের সামনে গিয়ে বড় বড় কথা বলেন, অথচ তাঁরাই ২০০৬ সালে ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে কলমের এক খোঁচায় আইন পরিবর্তন করে সমস্ত সাংবাদিককে শ্রমিক বানিয়ে দিয়েছিলেন।”

বিএনপি ক্ষমতায় থাকাকালীন খুলনায় হুমায়ুন কবির বালু, মানিক সাহা ও যশোরে শামসুর রহমান, সাইফুল আলম মুকুলসহ অনেক সাংবাদিক হত্যার শিকার এবং শত শত সাংবাদিক নিগৃহীত হয়েছিলেন বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, “শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সরকার সাংবাদিকদের পাশে আছে।”

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলসহ অনেকে।

Link copied!