বিএনপি-পুলিশ সংঘর্ষে রাজধানীর নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৬, ২০২১, ০৬:১৬ পিএম

বিএনপি-পুলিশ সংঘর্ষে রাজধানীর নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে পর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মিছিল করার কথা ছিল। মিছিল নিয়ে কারাইল মোড়ে কাছে আসলে সংঘর্ষ শুরু হয়।

এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে।

এদিন সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এর মধ্যেই সকাল ১০টার দিকে কার্যালয়ের গেইটের সামনে দলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবই।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদেরকে। পল্টন কার্যালয়ের সামনেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন তাঁরা।

তবে পুলিশ জানিয়েছে, বিএনপি মহাসচিব বক্তব্য শেষে নেতাকর্মীদের শান্তি বজায় রেখে চলে যাওয়ার আহবান জানালেও তারা পুলিশের প্রতি ইট-পাটকেল ছোড়ে। পুলিশও পাল্টা জবাবে তাদের ওপর লাটিচার্জ করে। বিএনপি নেতাকর্মীদের ইট-পাটকেলের আঘাতে নিজেদের বেশ কয়েকজন সদস্য আহত হয় বলেও পুলিশ জানায়।

Link copied!