বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১১, ২০২২, ১১:২৪ পিএম

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

মকবুল-ই-ইলাহী বলেছেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে নাকি যে অবস্থায় দাম আছে, সেই অবস্থায় থাকবে তা বৃহস্পতিবার নির্ধারণ হবে। বৃহস্পতিবারের মিটিংয়ে বিদ্যুতের দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১১ বার। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়। ওই সময় পাইকারি পর্যায়ে ৮ দশমিক ৩৯ শতাংশ দাম বাড়ানো হয়। একই সময়ে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ।

Link copied!