বিপর্যস্ত সুদান ছেড়ে দেশে আরও ২৩৯ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৩, ০৪:১৯ পিএম

বিপর্যস্ত সুদান ছেড়ে দেশে আরও ২৩৯ বাংলাদেশি

দুই জেনারেলের সংঘাতে বিপর্যস্ত সুদানে অসহায় অবস্থায় ছিলেন বাংলাদেশিরা। অবশেষে সেখান থেকে দেশে ফেরার সুযোগ মেলে তাদের। সরকারিভাবে তাদের জেদ্দা হয়ে দেশে নিয়ে আসা হয়।

শুক্রবার (১২ মে) দেশে ফিরলেন আরও ২৩৯ প্রবাসী বাংলাদেশি। সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহন করা একটি ফ্লাইট। 

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এ নিয়ে সুদান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের সংখ্যা দাঁড়াল ৫৫৫ জনে। এর আগে বৃহস্পতিবার (১১ মে) ৩টি ফ্লাইটে ১৮০ জন দেশে আসে।

সোমবার (৮ মে) বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। 

গত মাসে সুদানে অভ্যন্তরীণ যুদ্ধ শুরু হওয়ার পর ভয়াবহ পরিস্থিতিতে পড়ে দেশে ফেরার জন্য সুদানে বাংলাদেশ দূতাবাসে আবেদন জানায় প্রায় ৭০০ বাংলাদেশি।

তাদের সড়কপথে রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নেওয়া হয়। সেখান থেকে সৌদি বিমানবাহিনী ও সরকারের ভাড়া করা বিমানে জেদ্দায় আনা হয়।

জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের দেশে ফেরানো হচ্ছে। এখনো প্রায় দেড়শ মানুষ বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছে।

Link copied!