বিপুল জনসমাগম ঢাকায়; বেড়েছে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৩, ১০:৩৮ পিএম

বিপুল জনসমাগম ঢাকায়; বেড়েছে পুলিশ মোতায়েন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বুধবার (১২ জুলাই) একই সময়ে রাজধানীতে সমাবেশ করছে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। একদিকে সরকার পতনে এক দফা ঘোষণা ও গণশক্তি প্রদর্শনে সমাবেশ ডেকেছে বিএনপি। অন্যদিকে শান্তি সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দুইদলের পাল্টাপাল্টি সমাবেশ এমন এক সময়ে যে সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। এ অবস্থায় একই দিনে দুই দলের কর্মসূচিতে কোনো ধরনের সংঘাত এড়াতে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। এদিকে, বিএনপির সমাবেশস্থলের অল্প দূরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।

তবে একই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে যেন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। তারাও ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র জানায়, রাজধানীতে একই দিনে দুই বড় দলের কর্মসূচি থাকলেও তা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবে না। এক বছরের বেশি সময় ধরে বিএনপির কর্মসূচির দিন শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ।

রাজধানীতেও একই দিনে এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। তবে ঢাকা ও ঢাকার বাইরে কোথাও একবারও সংঘর্ষের ঘটনা ঘটেনি। 

দুই দলের কর্মসূচিকে কেন্দ্রে করে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।

Link copied!