বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ বাংলাদেশিকে সুদান থেকে ঢাকায় আনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২৩, ০৮:৫১ পিএম

বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ বাংলাদেশিকে সুদান থেকে ঢাকায় আনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই জেনারেলের দ্বন্দ্বে সংঘাতে লিপ্ত সুদান থেকে বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ বাংলাদেশিকে ফিরিয়ে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজ খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। এরমধ্যে বুধবার তিনটি এবং বৃহস্পতিবার একটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথমে বাংলাদেশির পোর্ট সুদান থেকে জেদ্দায় আনা হবে। এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা ঢাকায় ফিরবেন।

প্রসঙ্গত, গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।

সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার তিক্ত লড়াই থেকে গত ১৫ এপ্রিল ওই সংঘাত শুরু হয়।

দেশটির সেনাপ্রধান হিসেবে আছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপরদিকে আরএসএফের প্রধান হিসেবে আছেন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। বেসামরিক শাসনে যাওয়ার প্রস্তাব নিয়ে দুই জেনারেলের মধ্যে মতভেদ রয়েছে। তাঁদের মধ্যে বিশেষ করে দ্বন্দ্ব রয়েছে—সেনাবাহিনীতে আরএসএফের অন্তর্ভুক্তির সময়সীমা নিয়ে। আরএসএফের সদস্যসংখ্যা এক লাখ।

Link copied!