বেকার যুবকদের জন্য বাজেটে অর্থ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২১, ১২:১৭ এএম

বেকার যুবকদের জন্য বাজেটে অর্থ বরাদ্দের দাবি

বেকার যুবকদের জন্য আসছে বাজেটে অর্থ বরাদ্দসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সকাল ১০টার দিকে রাজধানীর একটি ভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের প্রধান আয়োজক হানিফ বাংলাদেশি বলেন, বিভিন্ন সংগঠনের জরিপে দেশে শুধুমাত্র শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৪ লাখ। এছাড়াও অর্ধশিক্ষিত, চাকরিচ্যুত, বিদেশফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি বেকার যুবক রয়েছে। এই বিশাল বেকারদের পক্ষে কেউ কথা বলে না।’

তিনি বলেন, ‘আমি হানিফ বাংলাদেশি বিভিন্ন সময়ে গণমানুষের অধিকার নিয়ে দেশব্যাপি নানা কর্মসূচি পালন করেছি। দেশের বিভিন্ন  জেলায় গিয়ে যুবকদের হাহাকার দেখেছি। এসব  বেকার যুবকদের অনুরোধে সরকারকে চলমান বাজেটে অর্থ বরাদ্দ ও ৪দফা দাবি পূরণের জানাচ্ছি।’

দাবিগুলো হলো- করোনাকালে যেসব শিক্ষিত যুবক বেকার হয়েছেন তাদের কেউ উদ্যোক্তা হতে চাইলে সহজ শর্তে ও বিনা সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋন দিতে হবে; বিদেশ যেতে ইচ্ছুকদের সরকারি খরচে বিদেশে পাঠিয়ে পরবর্তীতে মাসিক কিস্তির মাধ্যমে খরচ ফেরত নিতে হবে; চাকরি করতে ইচ্ছুকদের  সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে আবেদন খরচ ছাড়াই নিয়োগের ব্যবস্থা করতে হবে ও করোনাকালে চাকরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে এবং চাকরিতে আবেদনের  বয়সসীমা ৩৫ বছর করতে হবে।

সংবাদ সম্মেলনে হানিফ বাংলাদেশি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন ইউ আহম্মেদ, মারুফ সরকার, পঙ্কজ ভাস্কর, সুজন দাস।

Link copied!