ব্যানার- ফেসটুন অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২২, ০৫:৫৫ এএম

ব্যানার- ফেসটুন অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

পরিচ্ছন্ন ও আধুনিক রাজধানী গড়তে অনুমোদনহীন বিলবোর্ড, শপ সাইন, প্রজেক্ট সাইন, সাইন বোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি।

উত্তর সিটির মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম দেখতে গিয়ে ‍ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নাগরবাসীকে আরো সচেতন হতে হবে। 

ডিএনসিসির কাউন্সিলরদের সহযোগিতায় এবং দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে গত ২৬ এপ্রিল ২০২২ থেকে এই অপসারণ কার্যক্রম শুরু হয়। (২৫ মে) বুধবার পর্যন্ত মোট ৪৩,৬৯৩টি ব্যানার, ৩৩,০০৩টি ফেস্টুন, ১,১২,৭১৫টি পোস্টার এবং ১২টি তোরণ অপসারণ করা হয়েছে। মেয়র জানিয়েছেন, ব্যানার-পোস্টার বিহীন পরিচ্ছন্ন নগরী গড়তে এই অপসারণ কার্যক্রম চলমান থাকবে। 

Link copied!