ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের দুই কর্মকর্তার ওপর জুয়াড়িদের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২২, ০৮:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের দুই কর্মকর্তার ওপর জুয়াড়িদের হামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়াড়িদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারে এ ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুয়াইল বাজার এলাকায় বেলাল মিয়ার বাড়িতে কয়েক ব্যক্তি জুয়ার আসর বসান। খবর পেয়ে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় পুলিশ অরুয়াইল গ্রামের মলফত আলী (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামের মাহবুব মিয়াকে (২৭) আটক করে। এ সময় সেখানে থাকা অন্য জুয়াড়িরা ওই তিনজনকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই মিজানুর ও এএসআই শামসুল আহত হন। পরে পুলিশ ওই তিন জুয়াড়িকে গ্রেপ্তার করলে অন্য জুয়াড়িরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। হামলার সময় গ্রেপ্তার হওয়া ওই তিন জুয়াড়িও আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও আহত জুয়াড়িদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  সরাইল থানার ওসি বলেন, গ্রেপ্তার তিনজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Link copied!